Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৬:২৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। তিনি আগামী ৩১ জানুয়ারি বা যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ বছর দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, “নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন হয়েছে। তবে এখনো তা আমাদের হাতে এসে পৌঁছায়নি।”

উল্লেখ্য, বর্তমান ভিসি ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ চলতি মাসের ৩১ তারিখ শেষ হবে।

About

Popular Links