Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত চুয়াডাঙ্গার ডিসি ও সিভিল সার্জন

রবিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেন 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৩:৩০ পিএম

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন সেটি এখনও জানা যায়নি।

রবিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গার সদর হাসপাতাল কোভিড পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, উপসর্গ থাকায় রবিবার দুপুর ১২টায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান নমুনা জমা দেন। পরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাদের নমুনায় করোনাভাইরাস ধরা পড়ে। পরে ফলাফল নিশ্চিত করতে আরটি পিসিআর টেস্টে তাদের নমুনা আরও দুবার পরীক্ষা করা হয়। সেখানেও একই ফলাফল দেখা যায়।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, "দুপুরে করোনাভাইরাস পরীক্ষার জন্য চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও আমি নিজে নমুনা দিয়েছিলাম। বিকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে আমি নিজ বাড়ি হোম আইসোলেশনে আছি।"

উল্লেখ্য,  গত ১৩ জানুয়ারি চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং গত ১০ জানুয়ারি ডা. সাজ্জাৎ হাসান জেলা সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

   

About

Popular Links

x