Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে ছাদের পলেস্তরা খসে রোগী আহত

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৬:৫৭ পিএম

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তরা খসে দুইজন রোগী আহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারসহ অন্যান্য রোগীরা।

সোমবার (১৭ জানুয়ারি) রোগী দেখার সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার চেচামেচির শব্দে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, হাসপতালের পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, কিছুদিন আগে হাসপাতালের সংস্কার কাজ করা। তবে সেটি পূর্ণাঙ্গভাবে হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, “আজ একটি বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। ভাগ্য ভালো কেউই ছাদ থেকে পলেস্তরা খসে পড়ার বরাবর অবস্থানে ছিল না। তাও কিছুটা পড়েছে দুজনের ওপরে। এতে মারাত্মক কিছু ঘটেনি। হাসপাতালের এই ভবনটি অনেক পুরোনো। এখনই এটিকে পরিত্যক্ত ঘোষণা করে একটি আধুনিক ভবন নির্মাণ করতে হবে।”

About

Popular Links