Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত ৫ ডিসি ও ২ বিভাগীয় কমিশনার

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া তিনদিনের ডিসি কনফারেন্সে আক্রান্ত সকলের যোগদানের কথা ছিল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৮:৪৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ জেলা প্রশাসক এবং দুই বিভাগীয় কমিশনার। এর মধ্যে রাজশাহী ওবরিশাল বিভাগের দুই বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও রাজশাহী বিভাগের পাঁচ জেলা প্রশাসক রয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া তিনদিনের ডিসি কনফারেন্সে আক্রান্ত সকলের যোগদানের কথা ছিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “সম্মেলনে যোগদানের আগে সব ডিসি এবং গণ্যমান্যদের আরটি-পিসিআর পরীক্ষা করতে বলা হয়েছে। ডিসি সম্মেলন ইতোমধ্যে পাঁচ দিনের পরিবর্তে তিনদিন করা হয়েছে। তাছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষের পরিবর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।”

   

About

Popular Links

x