ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় ডাস্টবিন থেকে আনুমানিক একদিন বয়সের এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শেখ রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুদীপ কুমার বিশ্বাস জানান, উদ্ধার নবজাতকের বয়স ১-২ দিন হবে। কে বা কারা নবজাতক মেয়েটিকে ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।