Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি

দায়িত্বরত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০৫:১৩ পিএম

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্বরত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশের পর আজ মঙ্গলবার এই পাঁচজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

ওই পাঁচজন হলেন-জহিরুল হক জহির, আব্দুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জনস্বার্থে রাষ্ট্রপতির পক্ষে নিয়োগের আদেশ বাতিল করে তাদের অব্যাহতি দেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকরের হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

   

About

Popular Links

x