বাংলাদেশে প্রথমবারের মতো এসেছে জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাস প্রতিরোধক টিকা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
বাংলাদেশে আসা টিকাগুলোর মধ্যে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনই সর্বপ্রথম টিকা, যা এক ডোজের। এর আগে দেশে আসা সবগুলো টিকাই দুই ডোজের ছিল।
ফ্রিজার ছাড়াই রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় জনসন অ্যান্ড জনসনের এ টিকা সংরক্ষণ করা সম্ভব।