Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

আন্দোলরত শাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকায় কথা বলবেন শিক্ষামন্ত্রী

শনিবার ঢাকায় শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক হবে

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেলের মোবাইল ফোনের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন শিক্ষামন্ত্রী।

আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী বলেন, “আপনাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করুন কারা আমার সঙ্গে কথা বলতে আসবেন। যদি আজ সন্ধ্যায়ই আসতে পারেন তাহলে আজই আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমি চাই না আমাদের ছেলে-মেয়েরা কষ্ট পাক। তাই আমি দ্রুত এই সমস্যার সমাধান চাই।"

এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে আলোচনার জন্য এক ঘণ্টা সময় চান। 

তারা জানান, আলোচনা করে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন সেটি জানানো হবে।

মন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাত করবে। শুক্রবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক হবে বলে জানান নাদেল।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থী ইয়াসির আরাফাত জানান, তাদের ১২ জন সহযোদ্ধা হাসপাতালে ভর্তি।

   

About

Popular Links

x