Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে সশরীরে পাঠদান বন্ধ, ক্লাস চলবে অনলাইনে

পাশাপাশি খোলা থাকবে আবাসিক হলও

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৪:০১ পিএম

দেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান কার্যক্রম স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে সেশনজট এড়াতে এ সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। পাশাপাশি খোলা থাকবে আবাসিক হলও।

শুক্রবার (২১ জানুয়ারি) ঢাবির উপ-উপাচার্য এএসএম মাকসুদ কামাল জানান, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ঢাকা ট্রিবিউনকে এএসএম মাকসুদ কামাল বলেন, “আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।”


আরও পড়ুন- ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান


এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।  বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণার পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে সশরীরে পাঠদান কার্যক্রম স্থগিত করে।

   

About

Popular Links

x