Wednesday, June 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

শাবিতে এবার কাফনের কাপড় পরে মিছিল

অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

আমরণ অনশনের ৭২ ঘন্টা পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ না করায় এবার কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে কয়েকশ’ শিক্ষার্থী শরীরে কাফনের কাপড় পরে মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে চেতনা একাত্তর ঘুরে ফের গোলচত্বরের সামনে এসে শেষ হয়। 

মিছিলকারীরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ায়। মিছিল সামনে বহন করা হয় প্রতীকি লাশ। এ লাশ নিয়েই তারা মৌন মিছিল করে। 

মিছিলকারীরা জানায়, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। 

সর্বশেষ পাওয়া খবরে অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬ জনকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অনশনস্থলে রয়েছেন ৯ জন। তাদের সকলেই অসুস্থ হয়ে পড়েছে। 

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে তারা শাবির ভিসির বাসভবনের সম্মুখে অনশন শুরু করে তারা। 

এদিকে, ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. রাশেদ তালুকদার এ প্রতিবেদককে জানান, আজ সন্ধ্যা ৬টায় শিক্ষামন্ত্রীর সাথে তাদের বৈঠক হতে পারে।


আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ঢাকা যাচ্ছেন না শিক্ষার্থীরা


বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের সমস্যা নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরদিন রবিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তারা প্রভোস্ট বডির পদত্যাগ ও হামলার বিচার দাবি করেন। 


আরও পড়ুন: শাবি শিক্ষকদের একাংশ: ‘নোংরা’ স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা


পরে বিকাল ৪টায় আইআইসিটি ভবনের সামনে উপাচার্যকে মুক্ত করতে পুলিশ উপস্থিত হয়। এ সময় “ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই” স্লোগানে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সন্ধ্যায় লাঠিপেটার পাশাপাশি, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করে ভিসিকে উদ্ধার করে বাংলোতে পৌঁছে দেন। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এক শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন: শাবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ


পরে রাত সাড়ে ৮টার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে সোমবার (১৭ জানুয়ারি) ১২টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। তবে শিক্ষার্থীরা হল না ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

About

Popular Links