Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

শাবির আন্দোলনের সমর্থনে ঢাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন

এ ছাড়া কর্মসূচিতে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৩:৪৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতীকী অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া কর্মসূচিতে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে “বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক” ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এ কর্মসূচি চলে বিকেল ৩টা পর্যন্ত।

এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম ইদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজলী সেহরীন ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী,  ম্যানেজমেন্ট বিভাগের তাহমিনা খানম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড মো. কামরুজ্জামান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোসাহিদা সুলতানা রিতু, ডেভেলপমেন্ট বিভাগের কাজী মারুফ, ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, শান্তি ও সংঘর্ষ বিভাগের ফাহরিনা দূর্রাত, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ, সাইদ ফেরদৌস, মীর্জা তসলিমা, রেহনুমা প্রমুখ।

About

Popular Links