সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রায় এক দশক ঘনিয়ে আসছে। এর মধ্যে এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে অসংখ্যবার। আগামী ২৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করে ৮৫তম বারের মতো পেছালো আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ।
সোমবার (২৪ জানুয়ারি) এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন না দেওয়ায় নতুন তারিখ ঠিক করেন ঢাকার মহনগর হাকিম তরিকুল ইসলাম।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।