Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষককে সভাপতির পদ থেকে অব্যাহতি

সম্প্রতি এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে অনলাইনে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্যসহ ১২ জন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেলো

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৭:৩৬ পিএম

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার নম্বরে গড়মিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের সভাপতির পদ থেকে এইচ এম আনিসুজ্জামানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলী।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কৃষি বিভাগের বর্তমান সভাপতি এইচ এম আনিসুজ্জামানের স্থলে বিভাগটির ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলীকে সভাপতির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।”

এ বিষয়ে অধ্যাপক ড. মো. মোজাহার আলী বলেন, “পত্র-পত্রিকার প্রতিবেদন এবং শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে এইচ এম আনিসুজ্জামানকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে তাকে আবার সভাপতির দায়িত্ব দেওয়া হবে।”

কৃষি বিভাগের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কৃষি বিভাগের শিক্ষক এইচ এম আনিসুজ্জামান অনৈতিক প্রস্তাব দিচ্ছেন, সম্প্রতি এমন একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে অনলাইনে। এরপর গত রবিবার (২৩ জানুয়ারি) শিক্ষার্থীকে যৌন হয়রানি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নম্বরপত্রে গড়মিল, উত্তরপত্রে ইচ্ছেমতো নম্বর দেওয়া, শিক্ষার্থীদের অকৃতকার্য করার হুমকিসহ হিসেবে গরমিলের অভিযোগ এনে আনিসুজ্জামানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি অভিযোগ করেন শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

প্রসঙ্গত, এ নিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ১২ জন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেলো।

   

About

Popular Links

x