Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

দুই সপ্তাহের জন্য বঙ্গবন্ধুর সমাধিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

আগামীতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর নুরুল ইসলাম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে দুই সপ্তাহের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের প্রধান ফটকে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের বিষয়ে একটি ব্যানার টাঙানো হয়েছে।

ব্যানারে বলা হয়, “করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে।”

দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর নুরুল ইসলাম। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ওপর মহলের সিদ্ধান্তে দুই সপ্তাহের জন্য সব ধরনের দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।

আগামীতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

   

About

Popular Links

x