চট্টগ্রামের হাটহাজারীর একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
নিহতরা হলেন, ৩ বছর বয়সী তানিম এবং ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ‘নিহত দুই শিশুর শরীরের প্রায় ৮০ ভাগ আগুনে পুড়ে যায়। বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।’
এ ঘটনায় দগ্ধ আরও তিনজন বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, তানিমের মা সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মিম (০১) ও প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।
ইউএনবি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় মো. সেলিমের ভাড়া বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন পাঁচজন।
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।