Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– অটোরিকশার যাত্রী চাঁদপুর পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হানিফ ব্যাপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার নূপুর আক্তার (১৮), মো. জসিম মোল্লা (৫০) এবং পথচারী এক বৃদ্ধা (৭০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদপুর অভিমুখী মাইক্রোবাস ও মতলবগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়।

মতলব দক্ষিণ থানার ওসি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় দুই জন নারী ও দুই জন পুরুষ মারা গেছেন। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x