Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘গুম নয় আত্মগোপন, অচিরেই নিখোঁজদের সামনে এনে দিতে পারবো’

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৯ পিএম

আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছু দিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়। দু একটি আত্মগোপনের ঘটনার তথ্য আমরা এখনও পাইনি। আমরা মনে করি, তাদের অচিরেই আমরা সামনে এনে দিতে পারব।”

লবিস্ট নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “লবিস্ট নিয়ে সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কোন কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন। কত টাকা দিয়েছেন। সবগুলো কিন্তু তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এর পরে বোধহয় আমাদের আর কিছু বলার থাকে না।”


   

About

Popular Links

x