Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফখরুল: সংলাপে সন্তুষ্ট নয় বিএনপি

 আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সন্ধ্যা ৭টায় সংলাপ শুরু হয়

আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১০:৫৭ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলীয় জোটের সাথে সংলাপে তাদের দল সন্তুষ্ট নয়।

গণভবনে সাড়ে ৩ ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, "বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন তারা আবারো আলোচনায় বসবেন। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি আমরা আজকের আলোচনায় সন্তুষ্ট নই।"

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সন্ধ্যা ৭টায় সংলাপ শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০টায়।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যদিকে ২০ সদস্যের জাতীয় ঐক্যফ্রন্টকে নেতৃত্ব দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

   

About

Popular Links

x