Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

অর্ধেক টিকিট অনলাইনে এবং বাকি অর্ধেক টিকিট রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৬ পিএম

স্বাস্থ্যবিধি মেনে সব আসন যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে সারা দেশের সব ট্রেন। সোমবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 এ ক্ষেত্রে অর্ধেক টিকিট অনলাইনে এবং বাকি অর্ধেক টিকিট রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনারভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতোমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। যাত্রী চাহিদা পূরণের স্বার্থে শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x