শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান বন্ধের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসছে। আমরা আশা করছি এই হার আরও কমবে। তাই শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে, সেটা আর বাড়াতে হবে না।”
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিইউপি ইন্টারন্যাশনাল মডেল কনফারেন্স বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, “কোভিড পরিস্থিতি বিবেচনায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল বুধবার। সেটি আরও দুইদিন পরে হবে।”
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।