করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণের কারণে রাজশাহী জেলায় রাতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ আদেশ সোমবার থেকে কার্যকর হবে।
এর আগে গত ২৮ জানুয়ারি রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ৮টার পর সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সে সময় জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার ছিল ৬০%-এর ওপরে। সংক্রমণের হারের কারণে রাজশাহী জেলা দেশের মধ্যে রেড জোনে ছিল।
এমন অবস্থায় কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে বিধিনিষেধ আরোপ করে জেলার কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি। এছাড়াও এই সংক্রান্ত নির্দেশনা কার্যকর করতে আরএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোকে নির্দেশ দেওয়া হয়।
সে সময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ঢাকা ট্রিবিউনকে জানান, রাজশাহী জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কারও একার পক্ষে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই মুহূর্তে জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। শনিবার থেকে সন্ধ্যার পর থেকে বিশেষ করে ৮টার পর দোকানপাট, বিপণি-বিতান, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ্য থাকবে।