Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তর সমজদীপুর গ্রামে আলমগির তার প্রেমিকার বাড়িতে গিয়ে ধর্ষণ করে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯ পিএম

হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকার মায়ের দায়ের করা মামলায় প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ধর্ষণের অভিযোগে আলমগির মিয়াকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের বাসিন্দা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তর সমজদীপুর গ্রামে আলমগির তার প্রেমিকার বাড়িতে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে আলমগিরকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আলমগিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এসআই বাবুল চৌধুরী জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আলমগিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

   

About

Popular Links

x