Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি পরীক্ষা

বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পর্যালোচনা করা পাঠ্যক্রমগুলো আরও কিছু সম্পাদনা করার পর পুনর্বিন্যাস করা হয়েছে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৯ পিএম

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা যথাক্রমে জুন ও আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পর্যালোচনা করা পাঠ্যক্রমগুলো আরও কিছু সম্পাদনা করার পর পুনর্বিন্যাস করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এ বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। 

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গতবছর নভেম্বর এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

About

Popular Links