Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

৮ নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ০৭:৩৭ পিএম

৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা গেছে। রবিবার এক কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৪ নভেম্বর) ওই কমিশন সভা শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হসেন চৌধুরী সাংবাদিকদের জানান, “কমিশনের সভায় আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন কোনও এক সময় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।”

শাহাদত চৌধুরী আরও জানান, ঘোষণাটি দুপুরে হওয়ার সম্ভাবনা বেশি। এ সময় তিনি বলেন, “৪ নভেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল আমাদের। তবে সব কিছু বিচার-বিবেচনা করে আমরা ৮ নভেম্বর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।”

তফসিল ও ভোটগ্রহণের মধ্যে কত দিন ব্যবধান হতে পারে এমন প্রশ্নের উত্তরে শাহাদত হোসেন চৌধুরী জানান,‘একটা স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী  ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে। ৪৫ দিনের কাছাকাছি হতে পারে এটি।’

সংসদ নির্বাচনে সেনাবহিনী মোতায়েনের কোনও সিদ্ধান্ত হয়নি বলেও শাহাদত হোসেন চৌধুরী জানান।

রবিবার সন্ধ্যা ৬ টা ৪৫মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

ইভিএম বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতগুলো আসনে হবে তা সিদ্ধান্ত হয়নি।’

কমিশন সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর বড় দিনের আগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

   

About

Popular Links

x