ব্যাটারিচালিত অটোরিকশায় করে কোচিং থেকে সন্তানকে আনতে যাওয়ার পথে প্রাইভেট কারের ধাক্কায় রিপন মজুমদার (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রিপন একটি ডিশ লাইন কোম্পানির অপারেটর হিসেবে কাজ করতেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় ধর্মসাগরের পশ্চিমপাড় গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে জানান, “রিপন বিকেল ৫টায় ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে পুলিশ সুপার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। সেখানে একটি কোচিংয়ে তার সন্তান লেখাপড়া করে। এসময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয় তাকে। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় রিপন। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “আমরা গাড়িটি আটক করেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”