Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রথমবারের মতো ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশ

ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে  দায়িত্ব গ্রহণ করেন

আপডেট : ০১ মার্চ ২০২২, ০১:২৬ পিএম

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর ফলে প্রথমবারের মতো ডব্লিউএফপি-র নির্বাহী বোর্ডে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপির নির্বাহী বোর্ডে নিয়মিত অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বাড়ানোর সুযোগ পাবে।

নিজের সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত মো. শামীম আহসান বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপি’র ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহ্বান জানান।

   

About

Popular Links

x