Wednesday, June 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

এসএসসির সম্ভাব্য তারিখ ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ০১ মার্চ ২০২২, ০২:৪৯ পিএম

২০২২ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ২টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি দুটোতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষার ফরমপূরণের সম্ভাব্য তারিখ ৮ জুন। 

এছাড়াও শিক্ষার্থীদের অনলাইনে ফরমপূরণ করতে হবে বলেও জানানো হয়েছে।

তবে এ বছর পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে এবং এইচএসসির জন্য সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষায় দুই ঘণ্টা করে সময় পাবে শিক্ষার্থীরা নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিইউ) উত্তরের জন্য ২০ মিনিট এবং সিকিউ উত্তরের জন্য এক ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে বলেও বিজ্ঞপ্তি দুটোতে জানানো হয়েছে।


About

Popular Links