Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ম্যাজিস্ট্রেট পরিচয়ে জরিমানা করতে গিয়ে নিজেই আটক!

মঙ্গলবার (১ মার্চ) বিকালে ওই নারীকে আটক করে শার্শা থানা পুলিশ

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৪:১১ পিএম

যশোরের শার্শা উপজেলায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন দোকানে অভিযান চালানোর অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ মার্চ) বিকালে উপজেলার উলাশি বাজার এলাকা থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক ভুয়া ওই ম্যাজিস্ট্রেটের নাম সুরাইয়া আক্তার মিষ্টি (২০)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের বাসিন্দা সে।

উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল জানান, সুরাইয়া বাজারে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান পরিদর্শন শুরু করেন। তার আচরণ ও কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানান।

খবর পেয়ে শার্শা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরাইয়াকে আটক করে। তার কাছ থেকে একটি ডায়েরি, একটি নোটবুক ও একটি বেসরকারি এনজিওর পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

   
Banner

About

Popular Links

x