Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

শবে বরাত ১৮ মার্চ

শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ১৯ মার্চ (শনিবার)

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৮:২৬ পিএম

আজ বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সালের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর রজব মাস ৩০ দিনে হবে। যে কারণে আগামী শনিবার থেকে (৫ মার্চ) পবিত্র শাবান মাস গণনা করা হবে। সে অনুযায়ী ১৪ শাবান (১৮ মার্চ) শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ১৯ মার্চ (শনিবার)।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

   
Banner

About

Popular Links

x