মাদারীপুরের র্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল শহরের শাহ মাদার সুইটস নামক মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় ৩ মণ পঁচা, বাসি ও ভেজাল মিষ্টি নর্দমায় ফেলে দেন।
সোমবার দুপুরে শহরের পুরান বাজার কাসারপট্টি এলাকার এই মিষ্টির দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল ও স্ব্যাস্থের জন্য ক্ষতিকর রং, ডালডা এবং ময়দা জব্দ করার পাশাপাশি কারখানার মালিককে আটক ও ৫০ হাজার টাকা অর্থদন্ড ধার্য করা হয়।
বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, শহরের পুরান বাজার কাসারপট্টি এলাকায় শাহ মাদার সুইটস নামক মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় ৩ মণ পঁচা, বাসি ও ভেজাল মিষ্টি এবং মিষ্টি তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল ও স্ব্যাস্থের জন্য ক্ষতিকর রং, ডালডা এবং ময়দা জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক উত্তম কুমার ঘোষ (৫১) কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ধার্য করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান।