মার্চের মাঝামাঝি থেকে দেশের মাধ্যমিক স্তরের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান পুরোদমে শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সঙ্গে ব্লেন্ডেড লার্নিং বিষয়ে সরকার একটি জাতীয় নীতি তৈরির কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে “স্টাডি ইন ইন্ডিয়া- এডুকেশন ফেয়ার ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
এ বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, “বিএমডিসির উচিত মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনর্বিন্যাস সিলেবাসে নেওয়া।”
গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে পাঠদান। একই দিনে বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়। এছাড়া, বুধবার (২ মার্চ) থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাসও শুরু হয়েছে।
দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৭ মার্চ সরকার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে গত বছরের ১২ সেপ্টেম্বর পুনরায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে গত ২১ জানুয়ারি সরকার আবার সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করে।