বান্দরবানে লামা উপজেলায় গাছ টানার হাতির আক্রমণে এক তামাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম আনিসুর রহমান (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ মার্চ) বিকেলে লামার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি পানিস্যাঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র আরও জানায়, কিছু অসাধু কাঠ ব্যবসায়ীরা সিলেট থেকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পানিস্যাঝিরিতে বেশ কয়েকটি হাতি এনে বড় আকারের গাছ টানার কাজে ব্যবহার করে আসছে। প্রতিদিনের মতো গাছ টানার কাজ শেষে শুক্রবার বিকেল ৪টার দিকে হাতিগুলো ছেড়ে দেয় কাঠ ব্যবসায়ীরা। একপর্যায়ে হাতিগুলো খাবারের সন্ধানে সাবেক ইউপি সদস্য ওমর ফারুকের খামার বাড়িতে আক্রমণ চালায়। এ সময় খামার বাড়িতে থাকা শ্রমিক আনিসুর রহমান হাতির আক্রমণে মারা যান।
খামারের মালিক ওমর ফারুক জানান, মালেক কোম্পানি ও চুমপুং হেডম্যান পাড়ার মাংপা মুরুংয়ের গাছ টানার কাজে ব্যবহৃত ৮-১০টি হাতি তার খামার বাড়িতে আক্রমণ চালালে শ্রমিক আনিসুর রহমান মারা যায়। বর্তমানে হাতিগুলো খামার বাড়িটি ঘিরে রেখেছে বলেও জানান তিনি।
এই ব্যাপারে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, “হাতিগুলো তাড়ানোর জন্য বন বিভাগের লোকজন কাজ করছে। তাছাড়া হাতিরগুলো পোষা হয়ে থাকলে অভিযুক্ত কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”