Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করলো ভারত

শুক্রবার (৪ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য নিশ্চিত করেন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১:৫৫ এএম

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে ভারত।

শুক্রবার (৪ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান। 

তিনি বলেছেন, “আমরা একজন বাংলাদেশি নাগরিককে সরিয়ে নিয়েছি এবং একজন নেপালি নাগরিকের কাছ থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ পেয়েছি।"

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে তাদের নাগরিক সরিয়ে নেওয়ার জন্য সহায়তা চেয়েছে।

বাগচি বলেন, “ভারত পরামর্শ জারি করার পর থেকে ২০ হাজারেরও বেশি ভারতীয় ইউক্রেন সীমান্ত ছেড়েছে এবং আগামী দিনে আরও বেশি মানুষ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।”

   
Banner

About

Popular Links

x