চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদ্রাসা থেকে সাত বছর বয়সী এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। নিহত মাদ্রাসা ছাত্রের চাচার করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান জানান, রবিবার (৬ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে এবং জাফর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- মাদ্রাসা শিক্ষক হাফেজ জাফর আহমদ, হাফেজ মোহাম্মদ রুস্তম আলী ও শাহাদাত হোসেন।
তারিক রহমান জানান, রবিবার রাতে বোয়ালখালী থানায় মামলা করেন নিহত মাদ্রাসা ছাত্রের চাচা মাসুদ খান। বাদী মামলায় সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ না করলেও সারমর্মে তিনি তিনজন মাদ্রাসা শিক্ষকের কথা উল্লেখ করেছেন। সেজন্য এ মামলায় তিন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (৫ মার্চ) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার একটি এতিমখানায় ইফতেখার মালিকুল মাশফিক নামের সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ পাওয়া যায়।
নিহত ইফতেখার মালিকুল মাশফিক উপজেলার চরনদ্বীপ এলাকায় অবস্থিত আল্লামা হযরত শেখ আসিয়ার রহমান ফারুক এতিমখানা ও মাদ্রাসার ছাত্র ছিল।