জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকা থেকে রাজশাহী অভিমুখে পূর্বনির্ধারিত রোডমার্চ কর্মসূচি বাতিল করেছে। বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তবে, রোডমার্চ বাতিল করা হলেও শুক্রবার রাজশাহীতে পূর্বঘোষিত জনসভা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় বৃহস্পতিবার (৮ নভেম্বর) ঐক্যফ্রন্ট রোডমার্চ করে রাজশাহী যাবার ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব।