Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাবিতে কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে হলের সিট বাতিল

শনিবার (১২ মার্চ) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায়ের সই করা এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৩:৩০ পিএম

কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে আবাসিক হলের সিট বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রশাসন।

শনিবার (১২ মার্চ) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায়ের সই করা এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে অবস্থানরত সকল ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো রকম ঘুমের ওষুধ, নেশাজাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।”

এ বিষয় প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় গণমাধ্যমকে জানান, ইদানিং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আত্মহননের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ছাত্রীদের সচেতন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বিশেষ কোনো কারণ নেই। তবে, কেউ ঘুমের ওষুধ রাখতে চাইলে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে রাখতে হবে।

About

Popular Links