Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে ছুরিকাঘাত, নিহত ৩

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, একটি মেয়েকে নিয়ে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের জের ধরে এই সংঘর্ষ ঘটেছে

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৫:১৭ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুই ভাইসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আড়াল এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ফেসবুকে “আপত্তিকর” মন্তব্যের জেরে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪ জন। 

নিহতরা হলেন-ফারুক হোসেন (২৬) ও নাঈম হোসেন (১৮), তারা দুই ভাই উপজেলার দক্ষিণগাও চরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে। নিহত অপর ব্যক্তি হলেন, রবিন (২৪), তিনিও একই গ্রামের হিরণ মিয়ার ছেলে। 

কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুর রউফ জানান, আহত তিনজনকে প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে রবিনকে ঢাকায় স্থানান্তর করা হয়। সকাল সোয়া ৬টার দিকে মৃত্যু হয় তার। 

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলেও জানান তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম হোসেন জানান, শনিবার রাত সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ৭/৮ জন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের মৃত্যু হয়। ছুরি বা ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। 

প্রাথমিকভাবে জানা গেছে, একটি মেয়েকে ঘিরে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের জের ধরে এই সংঘর্ষ ঘটেছে। কেন বা কি উদ্দেশ্যে সেটা দেওয়া হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


   

About

Popular Links

x