Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ছবিতে ঢাকার সাত সতেরো....

এখানে প্রতি বর্গকিলোমিটারে ২৩, ২৩৪ জন মানুষের বসবাস

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ পিএম

পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রায় ২ কোটি মানুষ ঢাকায় বসবাস করেন। এখানে প্রতি বর্গকিলোমিটারে ২৩, ২৩৪ জন মানুষের বসবাস। 

এছাড়াও প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ ঢাকায় বসবাসের উদ্দেশ্যে আগমন করে থাকেন। এর মধ্যে আবার ২৬% মানুষ প্রাকৃতিক দুর্যোগঘটিত কারণে নিজেদের বসতভিটা ছেড়ে ঢাকায় পাড়ি জমান।

২০১৬ সালের একটি হিসাবে দেখা যায় যে, ঢাকা শহরে প্রায় ৩৫ লক্ষ মানুষ বস্তিতে বাস করে।  


ঢাকার পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা নদীর পানি ও আশেপাশের এলাকা বিভিন্ন কলকারখানা এবং মানুষের বর্জ্যে মারাত্মকভাবে দূষিত। তবে, এই নদীকে কেন্দ্র করেই বিরাট এক নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবন আবর্তিত হয়।

চলুন ছবিতে দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ন শহরে জীবনযাপনের চালচিত্র

ঢাকায় চলাচলের জন্য এবং প্রান্তিক গোষ্ঠীর আয়ের প্রধান মাধ্যম রিক্সা। ২০১১ সালের একটি জরিপে ঢাকা শহরে ১০ লক্ষ রিক্সা গণনা করা হয়েছিল। অধিকাংশ সড়ক দূর্ঘটনার কারণ এই রিক্সা। ছবি: রয়টার্স

ঢাকার বাইরে যাওয়ার জন্য মানুষের প্রথম পছন্দ ট্রেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই স্থান সংকুলান হয়না যাত্রীদের। ছবি: রয়টার্স

সবচেয়ে খারাপ অবস্থা হয় ঈদের সময়। এসময় প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য মানুষকে দুঃসহ এক যাত্রার মাধ্যমে বাড়ি ফিরতে হয় ঢাকার মানুষদের।  ছবি: রয়টার্স

ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ২৩, ২৩৪ জন মানুষের বসবাস। ছবি: রয়টার্স

ঢাকায় নিম্নবর্তী মানুষদের এক বিরাট অংশের থাকার জন্য নির্দিষ্ট কোন স্থান নেই। ছবি: রয়টার্স

বৃষ্টি বা রোদ যাই হোক না কেন খোলা আকাশের নিচেই এই নিম্নবর্তী মানুষদের বিশ্রাম নিতে হয়। ছবি: রয়টার্স

শহরের মধ্যের রেল লাইনের দুইধারে বসে অস্থায়ী বাজার। জীবনের ঝুঁকি নিয়েই সেখানে চলে পণ্যের বেচাকেনা।  ছবি: রয়টার্স

শহরের পাশে অবস্থিত বুড়ীগঙ্গা নদী আজ কলকারখানা এবং মানুষের বর্জ্যে দূষিত। তবু এই নদীকে ঘিরেই আবর্তিত হয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন। ছবি: রয়টার্স

দীর্ঘদিন ধরে চেষ্টা করেও শহর থেকে সরানো যায়নি ট্যানারি। কমানো যায়নি দূষণ। ছবি: রয়টার্স

শিশুশ্রম ঢাকা শহরের একটি অন্যতম প্রধান মানবিক সমস্যা। ছবি: রয়টার্স

ঢাকা শহরের অধিকাংশ শ্রমিকই তাদের বয়স ১৫ হবার আগেই তাদের কর্মজীবন শুরু করেছেন। ছবি: রয়টার্সAbout

Popular Links