“ছুটির ঘণ্টা”র পরিচালক আজিজুর রহমান মারা গেছেন।
সোমবার (১৪ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে কানাডার একটি হাসপাতালে মারা যান তিনি। প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ছেলে গাজী সরফরাজ আনোয়ার উপল এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলা ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, আজিজুর রহমানের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। গত একবছর ধরে তাকে কৃত্রিমভাবে বাড়তি অক্সিজেন নিতে হচ্ছিল।
প্রসঙ্গত, ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।
“এ দেশ তোমার আমার” চলচ্চিত্রের মধ্য দিয়ে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করা গূণী এ পরিচালকের প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে “সাইফুল মূলক বদিউজ্জামান”। ছুটির ঘণ্টা”, “অশিক্ষিত”, “মাটির ঘর”, “জনতা এক্সপ্রেস”, “সাম্পানওয়ালা”সহ জীবদ্দশায় ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।