Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচনে মাঠে থাকবে ৬ লাখ আইন-শৃঙ্খলারক্ষী সদস্য

বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও সিইসির ভাষণ সম্প্রচার করা হয়।

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০৭:০৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে ৬ লাখের বেশি আইনশৃঙ্খলরক্ষাকারী বাহিনীর সদস্য। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তফসিল করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।  সেখানে তিনি এ তথ্য উল্লেখ করা হয়।  

বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও সিইসির ভাষণ সম্প্রচার করা হয়।

একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তায় নির্বাচনে এইড টু দ্য সিভিল পাওয়ার বিধানের অধীনে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের কথা উল্লেখ করেছেন সিইসি। তিনি জানান, নিরাপত্তা রক্ষায় বিভিন্ন বাহিনীর ৬  লাখের বেশি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবে—পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। 

এর আগে গত রবিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হসেন চৌধুরী আজ তফসিল ঘোষণার কথা সাংবাদিকদের জানান। 

About

Popular Links