Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ

নিহত সিএনজিচালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১০:৪১ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। 

আজ সকালে উপজেলারঢাকা- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত সিএনজিচালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ি সেটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। আহত হয় সিএনজির দুই যাত্রী । 

ওসি মোশারফ আরও বলেন, আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিংসাধীন অবস্থায় বেলা ৯টার দিকে তাদের মৃত্যু হয়।

   

About

Popular Links

x