চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি লাইটার ডুবির ঘটনায় সাত সদস্য নিখোঁজ হয়েছেন।
সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, শনিবার (১৯ মার্চ) ভোরে এমভি টিটু-১৪ নামের ওই জাহাজটি ১৩ জন সদস্য নিয়ে ডুবে যায়।
তিনি আরও জানান, এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।
জাহাজটি মাদার জাহাজ থেকে আনা সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে বাইরের নোঙরঘরে অপেক্ষা করছিল বলে তিনি জানান।
তবে, জাহাজটি কীভাবে ডুবেছে তা এখনও জানা যায়নি।