Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

দুর্নীতির দায়ে সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তার ২৩ বছর কারাদণ্ড

ইসলামী ব্যাংকে দায়িত্বরত অবস্থায় নূর মোহাম্মদ বাশার গ্রাহকের টাকা আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে

আপডেট : ২২ মার্চ ২০২২, ০১:৪১ পিএম

গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর একটি আদালত।

সোমবার (২১ মার্চ) বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান দণ্ডবিধি ও দুদক আইনের বিভিন্ন ধারায় ব্যাংকটির সাবেক ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ প্রকল্পের সুপারভাইজার নূর মোহাম্মদ বাশারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন। এ রায়ের পর বাশারকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, নুর মোহাম্মদ বাশার লক্ষ্মীপুরে ব্যাংকের রায়পুর শাখায় কর্মরত থাকাকালীন গ্রাহকদের থেকে ২২ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন।

   
Banner

About

Popular Links

x