Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘চাকরির পরীক্ষার’ কথা বলে ঢাকায় এসে ‘নিখোঁজ’ গোপালগঞ্জের তরুণ

১৬ মার্চ রাত সাড়ে ১১টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজনরা

আপডেট : ২২ মার্চ ২০২২, ০২:০৫ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় এসে নির্মল মন্ডল নামে এক যুবক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানান, গত ১৩ মার্চ চাকরির পরীক্ষা দিতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন নির্মল। ১৬ মার্চ রাত সাড়ে ১১টার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি স্বজনরা।

নিখোঁজ নির্মল মন্ডল (২৮) উপজেলার গোপালপুর ইউনিয়নের রাখিলাবাড়ি গ্রামের নন্দিনী কান্ত মন্ডলের ছেলে।

নির্মলের বড় ভাই বাসুদেব মন্ডল জানান, চাকরির পরীক্ষা দেওয়ার কথা বলে নিজের কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে গত ১৩ মার্চ ঢাকার উদ্দেশে রওনা হয় নির্মল। ১৬ মার্চ রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে সে ঢাকার মিরপুরে আছে বলে স্বজনদের জানায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকায় আর যোগাযোগ করা যায়নি।

তবে নির্মল কোন চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসেন তা জানাতে পারেননি বাসুদেব।

তিনি বলেন, “অনেক খোঁজাখুঁজির পরে নির্মলের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খুব ভেঙে পড়েছেন। তাই কেউ তার কোনো খোঁজ পেলে ০১৭৬৪-৫৩৭৭৩৮ নম্বরে যোগাযোগের অনুরোধ রইল।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় গেলে নির্মলের পরিবারকে ঢাকার মিরপুর থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, “যেহেতু ওই যুবক ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হয়েছে তাই তার পরিবারকে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি।”

   

About

Popular Links

x