টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজীপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাহাত (১৪) উপজেলার কোকডহরা ইউনিয়নের আগ বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাহাতকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে, বুধবার ভোরে কাগুজীপাড়া চকের মধ্যে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, “লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে তা তদন্তের পরই জানা যাবে।”