Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে সিসিকের অভিযান

শুক্রবার রাতে সিলেট সিটি করপোরশনের সচিব মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে নগরীর চৌহাট্টা এলাকায় এ অভিযান শুরু হয়

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ০১:০০ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা পাওয়ার পর সিলেট নগরীতে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

শুক্রবার রাতে সিলেট সিটি করপোরশনের সচিব মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে নগরীর চৌহাট্টা এলাকায় এ অভিযান শুরু হয়। এরপরই নগরীর বিভিন্ন এলাকায় সিসিকের পৃথক টিম একযোগে অভিযান চালায়।

সিসিক সচিব মোহাম্মদ বদরুল হক জানান যে, এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা আসার পর রাতেই তারা অভিযানে নামেন।

তিনি বলেন, "নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে এ মর্মে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ প্রদান করেছেন।"

নির্ধারিত সময়ের আগেই তারা নগরীর ২৭টি ওয়ার্ডের সব সামগ্রী সরিয়ে নিতে সক্ষম হবেন বলে জানান সিসিক সচিব। 

অভিযানে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমানসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

About

Popular Links