Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ভারতের শুভেচ্ছা

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে উন্মুখ হয়ে রয়েছে ভারত

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০২:৩০ পিএম

বাংলাদেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (২৬ মার্চ) এক টুইট বার্তায় জয়শঙ্কর বলেন, “জাতীয় দিবসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা।”

টুইট বার্তায় সোনালী অধ্যায় হ্যাশট্যাগ দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ভারত ও বাংলাদেশের মৈত্রীর সোনালি অধ্যায়ে আরও পৃষ্ঠা যুক্ত করতে আমরা একসঙ্গে কাজ করতে উন্মুখ।” 

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে পাকিস্তান দখলদার বাহিনীর হত্যাযজ্ঞের পর গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখের বেশি প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।

   

About

Popular Links

x