দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে টানা তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে মৃত্যুহীন থাকলো দেশ। সেই সঙ্গে আগের দিনের চেয়ে নতুন রোগী ও শনাক্তের হারও কমেছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৯%। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের।
শনিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, শনাক্ত হয়েছিল ১০২ জন। আর শনাক্তের হার ছিল ১.০৩%।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা হয় ৭,২৩৪টি নমুনা। র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৭,৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮৩ জন। দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে রোগী শনাক্তের হার ১৪.১৬%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.২০% এবং মৃত্যুহার ১.৪৯%।