ভোলার মনপুরায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের র্যালিতে মাথা ঘুরে পড়ে মো. জসিম উদ্দিন (৪৬) নামে এক ওয়ার্ড যুবলীগ সভাপতির মৃত্যু হয়েছে। র্যালিতে মাথা ঘুরে পড়ে গেলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জসিম উদ্দিনের মৃত্যু হয় বলে জানান তিনি।
শনিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় মনপুরা উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের র্যালিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে রাস্তা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো জসিম উদ্দিন উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
এই ঘটনায় তাৎক্ষণিক মুঠোফোনে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশিপাশি ব্যাক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া।
এছাড়াও উপজেলা যুবলীগের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মনিরুজ্জামান মনির।