ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের দুই আবাসিক শিক্ষার্থীকে ১০-১২ জন মিলে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হওয়া ছাত্রদের একজন আখলাকুজ্জামান অনিক বার্তা সংস্থা ইউএনবিকে জানান, মারধর করা সবাই বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীবের অনুসারী।
তিনি বলেন, “শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা আমার ঘরে ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। আজ সন্ধ্যায় আমার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।”
ঘটনার পরে অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তার ওপর হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে অনিক বলেন, “তিন দিন আগে মারধরা করা ব্যক্তিদের একজন বান্ধবীসহ সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিল। পরে ওই ব্যক্তি দাবি করে আমি সেখানে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছি।”
বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, “হামলায় জড়িতদের বিরুদ্ধে হল প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করব।”
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল বাছিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি হামলার ব্যাপারে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগীদের কাছ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”